ঢাকা মঙ্গলবার, ১৩ই মে ২০২৫, ৩১শে বৈশাখ ১৪৩২


ভারতে বাস-প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে নিহত ১১


৪ নভেম্বর ২০২২ ২২:৩৯

ভারতের মধ্যপ্রদেশে বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) দিনগত রাত ২টার দিকে মধ্যপ্রদেশের ভোপাল থেকে প্রায় ১৭০ কিলোমিটার দূরে বেতুলে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে ৬ জন পুরুষ, ৩ জন মহিলা ও দুইজন শিশু রয়েছে। তারা সবাই প্রাইভেটকারের আরোহী ছিলেন।

ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের তথ্যানুসারে, প্রাইভেটকারের চালক ঘুমিয়ে যাওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে খালি বাসকে ধাক্কা দেয়। বাসের সামনের অংশ কিছুটা ক্ষতিগ্রস্ত হলেও গাড়িটি দুমড়েমুচড়ে যায়।

দুর্ঘটনার সঠিক কারণ খতিয়ে দেখছে পুলিশ। মরদেহ ময়নাতদন্ত করতে মর্গে পাঠানো হয়েছে।

এদিকে ভয়াবহ এই দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নিহতদের পরিবারকে ২ লাখ রুপি এবং আহতদের ৫০ হাজার রুপ দেওয়ার ঘোষণা দেওয়া হয়।