গুজরাটে ঝুলন্ত সেতু দুর্ঘটনায় প্রাণহানি বেড়ে ১৪১

ভারতের গুজরাটে ঝুলন্ত সেতু দুর্ঘটনায় প্রাণহানি বেড়ে দাঁড়ালো ১৪১ জনে। এখনও নিখোঁজ কমপক্ষে শতাধিক মানুষ। খবর এপির।
রোববার (৩০ অক্টোবর) সন্ধ্যায় ভেঙে পড়ে মোরবি শহরের দেড়শো বছরের পুরানো ঝুলন্ত সেতুটি।
এসময় স্থাপনাটির ওপর প্রায় ৫০০ মানুষ ‘ছট পূজা’ দিচ্ছিলেন বলে জানা যায়।
দুর্ঘটনার পরপরই জাতীয় প্রতিরক্ষা বহর এনডিআরএফের পাশাপাশি উদ্ধারকাজে নামে সেনা-নৌ ও বিমান বাহিনী। কমপক্ষে ১৭৭ জনকে জীবিত পাওয়া গেছে। নিখোঁজদের সন্ধানে চলছে তল্লাশি।
এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
এদিকে এ ঘটনায় মৃত পরিবারকে ৪ লাখ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা দিয়েছেন গুজরাট সরকার। তবে ভারতের কেন্দ্রীয় সরকারের পক্ষে থেকে ২ লাখ টাকা করে ক্ষতিপূরণের ঘোষণা দেওয়া হয়। এ ছাড়া আহতদের ৫০ হাজার টাকা করে সহায়তা দেওয়া হবে।