ঢাকা মঙ্গলবার, ১৩ই মে ২০২৫, ৩১শে বৈশাখ ১৪৩২


গুজরাটে ঝুলন্ত সেতু ভেঙে ৬০ জনের মৃত্যু


৩১ অক্টোবর ২০২২ ০৯:৩৫

ভারতের গুজরাটের মোরবি জেলার মাচ্চু নদীর উপর একটি ঝুলন্ত সেতু ভেঙে অন্তত ৬০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়াও এ ঘটনায় এখনও শতাধিক আটকা পড়ে আছে।

রোববার সন্ধ্যায় এ ঘটনা ঘটেছে বলে জানায় এনডিটিভি অনলাইন।

সংবাদমাধ্যমটি জানায়, সেতুর উপরে থাকা সবাই নদীতে পড়ে গেছেন। এদের অনেককেই উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। প্রথমে স্থানীয় বাসিন্দাদের সাহায্যে উদ্ধারকাজ চললেও পরে বিপর্যয় মোকাবিলা বাহিনী ও পুলিশ গিয়ে উদ্ধারকাজ শুরু করে।

স্থানীয় প্রশাসন সূত্র জানায়, রক্ষণাবেক্ষণের পর পাঁচ দিন আগেই নতুন করে চালু করা হয়েছিল সেতুটি। ছয় দিনের মাথাতেই ঘটে গেল বিপর্যয়।

জানা যায়, সেতুর উপরে যারা ছিলেন, তাদের অধিকাংশই পর্যটক।