ঢাকা শনিবার, ১৮ই মে ২০২৪, ৫ই জ্যৈষ্ঠ ১৪৩১


দক্ষিণ কোরিয়ায় উৎসবে পদদলিত ১৪৬ জনের মৃত্যু


৩০ অক্টোবর ২০২২ ২১:৫৭

কোরিয়ার রাজধানী সিউলে হ্যালোইন উৎসবে পদদলিত হয়ে কমপক্ষে ১৪৬ জনের প্রাণহানি হয়েছে। এ ঘটনায় আরও অন্তত দেড় শতাধিক মানুষ আহত হয়েছেন। আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হচ্ছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয় সময় শনিবার (২৯ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে সিউলের ইথেওন এলাকায় এ ঘটনা ঘটে। খবর বিবিসির।

সিউলের ইয়ং সান ফায়ার বিভাগের প্রধান চুই সিউন-বিওম জানিয়েছেন, শনিবার রাতে হ্যালোইন উদযাপনের জন্য কাতারে কাতারে লোক সিউলের রাস্তায় জড়ো হন। সেখানকার রাস্তা এতে প্রশস্ত ছিল না। ভিড়ের চাপে পড়ে এ হতাহতের ঘটনা ঘটেছে।

গতকাল শুক্রবার রাত থেকেই সিউলের ইথেওন এলাকায় হ্যালোইন উৎসব উদযাপনের জন্য কাতারে কাতারে মানুষ জড়ো হয়ে থাকেন।

আহতদের সিউলের বিভিন্ন হাসপাতালে পাঠাচ্ছেন জরুরি উদ্ধারকর্মীরা। ঘটনাস্থলের একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যাচ্ছে, একজন আরেকজনের ওপর পড়ে আছেন। মরদেহ উদ্ধারের কাজ চলছে।

উদ্ধারকর্মী ও সাধারণ নাগরিকরা আহতদের প্রাথমিক শুশ্রুষা দিচ্ছেন। আহতদের মধ্যে বিদেশি নাগরিকও রয়েছেন।