ঢাকা শনিবার, ১৮ই মে ২০২৪, ৫ই জ্যৈষ্ঠ ১৪৩১


মধ্যবর্তী নির্বাচনে গণতন্ত্র হুমকির মুখে : ওবামা


৩০ অক্টোবর ২০২২ ০৮:৩৯

মধ্যবর্তী নির্বাচনের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রে গণতন্ত্র হুমকির মুখে পড়তে যাচ্ছে বলে মন্তব্য করেছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা।

শুক্রবার (২৮ অক্টোবর) জর্জিয়ার আটলান্টা শহরতলিতে ডেমোক্রেটিক পার্টির এক নির্বাচনি সমাবেশে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

আগামী ৮ নভেম্বর যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ষড়যন্ত্রকারীদের ক্ষমতায় বসা ঠেকাতে সবাইকে ডেমোক্রেটিক পার্টিকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

উল্লেখ্য, বারাক ওবামা ২০০৯ থেকে ২০১৭ সাল পর্যন্ত টানা দুই মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন। এরপর তিনি অনেকটাই আড়ালে চলে যান। যুক্তরাষ্ট্রে ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টিতে ব্যাপক জনপ্রিয়তা রয়েছে ওবামার। সেই জনপ্রিয়তা কাজে লাগাতে জর্জিয়ায় ডেমোক্র্যাটদের নির্বাচনি প্রচারণায় অতিথি হিসেবে অংশ নেন তিনি।