ইরানে নিরাপত্তা বাহিনীর গুলিতে আরও ২ জনের মৃত্যু

পুলিশি হেফাজতে নিহত তরুণী মাহসা আমিনির মৃত্যুর প্রতিবাদে ইরানে আবারও নিরাপত্তা বাহিনীর সাথে ব্যাপক সংঘর্ষ হয়েছে বিক্ষোভকারীদের।
শুক্রবার পুলিশের গুলিতে আরও দুই জনের মৃত্যু হয়।
দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জাহেদান শহরে এই ঘটনা ঘটে।
পোশাকের স্বাধীনতা ইস্যুতে কুর্দি তরুণী মাহসা আমিনির মৃত্যুর জেরে চলমান বিক্ষোভে এদিন কয়েক হাজার বিক্ষোভকারী রাস্তায় নামেন।
বিক্ষোভ দমাতে নিরাপত্তা বাহিনী টিয়ারগ্যাস ও গুলি ছোড়ে। এসময় আন্দোলনকারীরাও পাল্টা ইটপাটকেল ছোড়ে। রণক্ষেত্রে পরিণত হয় পুরো শহর।