ঢাকা শুক্রবার, ১২ই সেপ্টেম্বর ২০২৫, ২৯শে ভাদ্র ১৪৩২


ইন্দোনেশিয়ায় যাত্রীবাহী জাহাজে আগুন


২৬ অক্টোবর ২০২২ ০০:৪২

ইন্দোনেশিয়ায় যাত্রীবাহী একটি জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনায় কমপক্ষে ১৪ জনের মৃত্যু হয়। এ পর্যন্ত জীবিত উদ্ধার করা হয় ৩১২ জনকে।

সোমবার (১৪ অক্টোবর) ইন্দোনেশিয়ার ইস্ট নুসা তেনগারা প্রদেশে যাত্রীবাহী একটি জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

দেশটির কর্তৃপক্ষ জানায়, কুপাং থেকে কালাবাহির দিকে যাচ্ছিলো যাত্রীবাহী নৌযানটি। হঠাৎ তাতে আগুন ধরে যায়। এ সময় আতঙ্কে অনেকেই সাগরে ঝাপিয়ে পড়েন।

সাহায্য চেয়ে খবর পাঠানো হলে দ্রুত অভিযান শুরু করে স্থানীয় জরুরি বিভাগ।