ঢাকা সোমবার, ২০শে মে ২০২৪, ৭ই জ্যৈষ্ঠ ১৪৩১


সুদানে জাতিগত সংঘাতে নিহত ২২০


২৪ অক্টোবর ২০২২ ০৯:৩৭

সুদানে জাতিগত সংঘাতে কমপক্ষে ২২০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

আল জাজিরার খবরে বলা হয়, সাম্প্রতিক বছরের মধ্যে এটি ভয়াবহতম জাতিগত সংঘাত।

খবর অনুসারে, ব্লু নিল প্রদেশে হাউসা এবং বেত্রা গোষ্ঠীর মধ্যে জমি নিয়ে সংঘাত শুরু হয়। এই প্রদেশের সঙ্গে ইথিওপিয়া এবং দক্ষিণ সুদানের সীমান্ত রয়েছে। গত বুধ এবং বৃহস্পতিবার ওয়াদ আল মাহি শহরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পায় যা পরে ভয়াবহ সংঘর্ষে রূপ নেয়।

ব্লু নীল প্রদেশের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিচালক ফাথ আররাহম বাখেইত জানায়, তারা অন্তত ২২০ জনের নিহতের তথ্য পেয়েছেন।

তবে প্রকৃত সংখ্যা এর থেকে অনেক বেশি হতে পারে জানিয়ে তিনি বলেন, সংঘাতস্থলে মেডিকেল টিম এখনো পৌঁছাতে পারেনি।

সূত্র: আল জাজিরা