আইএসআইএস’র ৬ সদস্যকে হত্যা করল তালেবান

আফগানিস্তানের রাজধানী কাবুলে রাতভর অভিযান চালিয়ে ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড সিরিয়া আইএসআইএস’র ছয় সদস্যকে হত্যা করেছে তালেবান নিরাপত্তা বাহিনী।
শনিবার দেশটির শাসক গোষ্ঠীর প্রশাসনের মুখপাত্র কারি ইউসুফ আহমাদি এ তথ্য জানিয়েছেন।
গোপন আস্তানায় অভিযানে নিহত আইএসআইএস সদস্যরা গত সপ্তাহে দুটি বড় হামলার সাথে জড়িত ছিল।
হামলাদুটির মধ্যে একটি ছিল কাবুলের মসজিদে। অন্যটি একটি টিউটরিং ইনস্টিটিউটে।
এ হামলায় ইনস্টিটিউটের কয়েক ডজন ছাত্রী নিহত হয়।