ঢাকা মঙ্গলবার, ১৩ই মে ২০২৫, ৩১শে বৈশাখ ১৪৩২


ইসরায়েলে ইহুদি বাহিনীর অভিযানে নিহত ২ ফিলিস্তিনি


২৩ অক্টোবর ২০২২ ২২:৩৭

পশ্চিমে ইসরায়েল ইহুদি বাহিনীর অভিযানে দুই ফিলিস্তিনির নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

শনিবার (২২ অক্টোবর) এ ঘটনা ঘটে। খবর এপির।

ইসরায়েলের দাবি, চেকপয়েন্ট পার হয়ে অবৈধভাবে একটি গাড়ি ইসরায়েলে ঢুকে পড়লে তাদের আটক করতে চাইলে পালানোর চেষ্টা করে আরোহীরা। এ সময় এক ইহুদি সেনাকে ধাক্কাও মারে। সেসময় গাড়িকে লক্ষ্য করে ইসরায়েলি সেনারা গুলি ছোড়লে ৩২ বছর বয়সী আরাফাহ রাবি মাথায় গুলিবিদ্ধ হন। পরে হাসপাতালে নেয়ার পর মৃত্যু হয় তার।

আরেকদিকে এক ইসরায়েলিকে ছুরিকাঘাতের অভিযোগে অভিযুক্ত আরেক ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে পূর্ব জেরুজালেমে।

তেল আবিবের দাবি, আবারও ইহুদি সেনাদের ওপর হামলার চেষ্টা করায় গুলি করা হয় ওই তরুণকে। গত কয়েকমাসে একাধিক গুপ্ত হামলায় প্রাণ যায় ১৯ ইসরায়েলি সেনার। এরপরই বেড়ে যায় ধরপাকড়। তেল আবিবের আগ্রাসনে চলতি বছর মৃত্যু হয়েছে ১২০ জনের বেশি ফিলিস্তিনির।