ঢাকা শনিবার, ১২ই জুলাই ২০২৫, ২৯শে আষাঢ় ১৪৩২


ইউক্রেনে রুশ বাহিনীর হয়ে লড়ছে ইরানি সেনা সদস্যরা: যুক্তরাষ্টের অভিযোগ


২২ অক্টোবর ২০২২ ১০:১২

ইউক্রেনে রুশ বাহিনীর পক্ষ হয়ে ইরানের সামরিক বাহিনীর সদস্যরা লড়ছে বলে অভিযোগ করেছে মার্কিন পররাষ্ট্র দফতর।

এছাড়া, ড্রোন হামলা পরিচালনার জন্য ক্রাইমিয়ায় মোতায়েন করা হয়েছে ইরানী বিশেষজ্ঞদের- বলেও অভিযোগ করা হয়েছে।

এদিকে, ইউক্রেনীয় প্রেসিডেন্টের দাবি, ইউরোপে অভিবাসীর ঢল বাড়াতেই কিয়েভে একের পর এক হামলা চালাচ্ছে মস্কো।

যুক্তরাষ্ট্রের দাবি, ড্রোন হামলা চালাতেই ইউক্রেনে অবস্থান করছে ইরানের সামরিক বাহিনীর সদস্যরা। মস্কোকে আরও বিধ্বংসী অস্ত্র সরবরাহ করতে পারে তেহরান- এমন আশঙ্কাও জানায় ওয়াশিংটন।

এ অবস্থায়, ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদারে সহায়তার ঘোষণা দিয়েছে ইসরায়েল।

প্রসঙ্গত, শুক্রবার (২১ অক্টোবর) সকালেও খারকিভে কয়েক দফা ক্ষেপণাস্ত্র হামলা চালায় রুশ বাহিনী।