ঢাকা বুধবার, ১৪ই মে ২০২৫, ৩১শে বৈশাখ ১৪৩২


নতুন আতঙ্ক লাম্পি ভাইরাস


৬ আগস্ট ২০২২ ০৪:৪২

ভারতে করোনার পর একাধিক ব্যক্তির দেহে মাঙ্কিপক্স ভাইরাস শনাক্তের খবর পাওয়া গেছে। এবার দেশটির রাজস্থান প্রদেশে নতুন করে আতঙ্ক ছড়াচ্ছে লাম্পি ভাইরাস। তবে ভাইরাসটির প্রকোপ দেখা গেছে গবাদি পশুর দেহে।

এখন পর্যন্ত এ ভাইরাসে চার হাজারের অধিক গরু মারা গেছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।

লাম্পি ভাইরাসটি এক ধরণের চর্ম রোগ। রাজস্থানে এখন পর্যন্ত এটি শুধু গবাদি পশুর দেহেই সংক্রমতি হয়েছে।

এছাড়া এর আগে আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়, রাজস্থানের ১৬টি জেলায় এই সংক্রমণ ছড়িয়ে পড়েছে। এখনও পর্যন্ত এই রোগে সংক্রমিত হয়েছে প্রায় ৯৪ হাজার গবাদি পশু। প্রায় ৭০ হাজার গরুর চিকিৎসা চলছে। যদিও এই ভাইরাসের আঁতুরঘর গুজরাত। রাজস্থানেও এই সংক্রমণ ছড়িয়েছে।

সম্প্রতি এর সংক্রমণ ঠেকাতে অন্য রাজ্য থেকে যেন রাজস্থানে গরু না ঢোকে সে নিয়ে তৎপর হয়েছে সরকার। দূষিত পানি থেকে মশা-মাছির মাধ্যমে ভাইরাসটির সংক্রমণ ঘটে বলে জানা গেছে। ভাইরাসটির সংক্রমণে মৃত্যুর হার ১.৫ শতাংশ।

লাম্পি ভাইরাসের সংক্রমণে রাজস্থানের জোধপুর, বিকানের, বারমের, গঙ্গানগর, জালোর- এই পাঁচ জেলায় সবচেয়ে বেশি মৃত্যুর খবর পাওয়া গেছে। জয়সলমীর, পালি, সিরোহি, চুরু, হনুমানগড়, অজমের, জয়পুর, উদয়পুরেও সংক্রমণ ছড়িয়ে পড়েছে।