ঢাকা শনিবার, ১৩ই সেপ্টেম্বর ২০২৫, ৩০শে ভাদ্র ১৪৩২


সৌদি বাদশাহ মোহাম্মদ সালমান হাসপাতালে ভর্তি


২০ জুলাই ২০২০ ১৭:৪০

ছবি অনলাইন

হাসপাতালে ভর্তি হয়েছেন সৌদি বাদশাহ মোহাম্মদ বিন সালমান। পিত্তথলির প্রদাহ নিয়ে রিয়াদের একটি হাসপাতালে ভর্তি হন তিনি। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ এ তথ্য নিশ্চিত করেছে। অবশ্য, তিনি করোনায় আক্রান্ত কীনা তা নিশ্চিত করেনি দেশটির গণমাধ্যম।

২০১৫ সাল থেকেই নিয়মিত চিকিৎসা নিয়ে আসছিলেন ৮৪ বছর বয়সী বাদশাহ। সিংহাসনের দায়িত্ব নেয়ার আগে তিনি ক্রাউন প্রিন্স ছিলেন ২ বছর। এর আগে টানা ৫০ বছর রিয়াদের গভর্নরের দায়িত্বে ছিলেন সালমান। পশ্চিমা ধাপের সংষ্কারমূলক তৎপরতার কারণে কবছর ধরেই আলোচনায় তার উত্তরসুরী যুবরাজ মোহাম্মদ। একইসঙ্গে সাংবাদিক জামাল খাশোগি হত্যার নির্দেশদাতা হিসেবেও নাম এসেছে তার।