ঢাকা বুধবার, ২২শে মে ২০২৪, ৯ই জ্যৈষ্ঠ ১৪৩১


আবারও কিম জং উনের মৃত্যু নিয়ে গুঞ্জন


১ জুলাই ২০২০ ১৯:২৭

বেশ কিছুদিন ধরেই গুঞ্জন ছিল মারা গেছেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন। ধারণা করা হচ্ছে ১ মাসের ব্যবধানে আবারও গা ঢাকা দিয়েছেন এই নেতা। এর আগে গত এপ্রিলে ২০ দিন জনসম্মুখের বাইরে ছিলেন উত্তর কোরিয়ার নেতা কিম। গত পহেলা মে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে তিনি প্রকাশ্যে আসেন।

কিন্তু গত ৭ জুনের পর রাষ্ট্র নিয়ন্ত্রিত মিডিয়া কিমের কূটনৈতিক সংক্রান্ত বিভিন্ন চিঠিপত্র আদান-প্রদানের খবর দিলেও তার চেহারা দেখা যায়নি। জাপানের প্রতিরক্ষামন্ত্রী তারো কনো এ নিয়ে এক প্রেস ব্রিফিংয়ে বলেছেন, কিমের স্বাস্থ্য নিয়ে আমাদের কাছে কিছু সন্দেহজনক তথ্য আছে। তিনি জানান, দেশটিতে করোনা ভাইরাস মহামারী ছড়িয়েছে। এ থেকে বাঁচতে কিম নানা উপায় অবলম্বন করছেন। তার চলাফেরা খুবই সন্দেহজনক।