ঢাকা শুক্রবার, ১৬ই মে ২০২৫, ৩রা জ্যৈষ্ঠ ১৪৩২


পার্লামেন্টে ওসামা বিন লাদেনকে ‘শহীদ’ বললেন ইমরান খান


২৬ জুন ২০২০ ২১:৫২

আল কায়দার প্রধান ওসামা বিন লাদেনকে ‘শহীদ’ বলে সম্বোধন করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। গতকাল বৃহস্পতিবার দেশটির পার্লামেন্টে বাজেট অধিবেশনে তিনি এ কথা বলেন।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, ২০১১ সালের ২ মে অ্যাবোটাবাদের গ্যারিসন শহরে লাদেনকে হত্যা করেছিল মার্কিন নৌবাহিনীর বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত একটি দল। কিন্তু পাকিস্তানের পার্লামেন্টে বক্তব্য দেওয়ার সময় লাদেনের সেই মৃত্যুকে ‘শহীদ’ বলে আখ্যায়িত করেছেন ইমরান খান।

তার এমন দাবির পর বেশ আলোচনা-সমালোচনা চলছে। অনেকে বলছেন, মুখ ফস্কে বেরিয়েছে। কেউ কেউ আবার বলছেন, ইমরান খানের দেশ তো জঙ্গিদেরই ঘাঁটি।

পার্লামেন্টে ইমরান খান বলেন, ‘আমেরিকানরা অ্যাবোটাবাদে এসে লাদেনকে মেরে শহীদ করে দিয়েছিল। ওই খবরে আমরা খুবই বিব্রতবোধ করেছিলাম।’

প্রসঙ্গত, ২০১১ সালের ২ মে পাকিস্তানের অ্যাবোটাবাদের গ্যারিসন শহরে লাদেনকে হত্যা করেছিল মার্কিন নৌসেনার সিল বাহিনী। দুটো ব্ল্যাক হক হেলিকপ্টারে চেপে ২৩ জন মার্কিন সেনার একটি দল এসেছিল লাদেনকে শেষ করতে। এ ছাড়া ‘কায়রো’ নামের একটি বেলজিয়ান মেলিনয় প্রজাতির কুকুরও ছিল দলে। ওই কুকুর লাদেনকে খুঁজে বের করতে সাহায্য করেছিল।

রাতের অন্ধকারে অপারেশন শেষ করে ফিরেছিল মার্কিন বাহিনী। যদিও আজ পর্যন্ত লাদেনের মৃতদেহ কেউ দেখেনি। আমেরিকা লাদেনের মৃতদেহ দেখাবে না বলে জানিয়েছিল। তারা জানিয়েছিল, লাদেনের মৃতদেহ কফিনে ভরে ফেলে দিয়েছে সমুদ্রে।