ফেসবুকে রোমান্টিক ছবি পোস্ট করে গ্রেফতার দুই ইরানি অ্যাথলেট

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে রোমান্টিক ছবি পোস্ট করায় ইরানের দুই পার্কোর অ্যাথলেটকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। এদের মধ্যে পুরুষের নাম প্রকাশ করা হলেও নারী অ্যাথলেটের নাম প্রকাশ করা হয়নি।
গ্রেফতার হওয়া পুরুষের নাম আলিরেজা জাপালাঘি, তিনি ইরানের তারকা পার্কোর অ্যাথলেট।
গত সোমবার অসাধারণ স্টান্ট দেখিয়ে জনপ্রিয় হয়ে ওঠা আলিরেজাকে গ্রেফতার করা হয় । তার গার্লফ্রেন্ড বলে পরিচিত ওই তরুণী স্টান্ট ওমেনকে আটক করা হয় বৃহস্পতিবার।
তাদের গ্রেফতার নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝর ওঠেছে।
গত সপ্তাহে সামাজিক যোগাযোগমাধ্যমে ছাদের ওপর তোলা তাদের কয়েকটি রোমান্টিক ছবি পোস্ট করা হয়। তাতে দেখা যায়, তারা একে-অপরকে চুমো খাচ্ছেন তারা, জড়িয়ে ধরছেন। ছবিগুলো ভাইরাল হতে খুব সময় লাগেনি।
নব্বইয়ের দশকে প্রচার পাওয়া খেলাটি 'এক্সট্রিম স্পোর্টস'-এর অর্ন্তভুক্ত। নগর অঞ্চলে উঁচু-নিচু অট্টালিকার ওপর দিয়ে দৌড়ানো, লাফানো এ খেলার অংশ বিশেষ। খুবই ঝুঁকিপূর্ণ হওয়ায় মৃত্যুর শঙ্কাও থাকে।
ছাদে কসরতের সময় আলিরেজা ও তার মেয়ে সহযোগীর কিছু রোমান্টিক ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা হলে ‘অশ্লীলতা’ ছড়ানোর অভিযোগে তাদের গ্রেফতার করে পুলিশ।
এ ব্যাপারে পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, একটি যুবক ও যুবতী অনুচিত ও অধর্মীয় ভঙ্গিতে ছবি তোলে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছে। বিচার বিভাগীয় নির্দেশে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। কারণ এর মাধ্যমে তারা উষ্কানিমূলক আচরণ দেখিয়েছেন।”