পবিত্র কদরের রাতে বাবার খুনীদের ক্ষমা করে দিলেন খাশোগীর সন্তানরা!

নিষ্ঠুরেভাবে হত্যা করা সৌদি সাংবাদিক জামাল খাশোগির হত্যাকারীদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন খাশোগির পরিবার। রমজান মাসের পবিত্র শব- ই- কদরের রাতে হত্যাকারীদের হয়ে ক্ষমা চায় খাশোগির সন্তানরা।
খাশোগির ছেলে সালাহ টুইট বার্তায় জানান, বরকতময় এই মাসে কেউ যদি ক্ষমা প্রার্থনা করে তবে আল্লাহ তার পুরষ্কার দিবেন। আমাদের পিতাকে যারা হত্যা করেছিল আল্লাহ তাদের ক্ষমা করে দিক।
৫৯ বছর বয়সে খাশোগিকে হত্যা করে মারা হয়। ২০১৮ সালের অক্টোবর মাসে সৌদি আরবের ইস্তানবুল কনস্যুলেটে প্রবেশে করেছিলেন সৌদি সাংবাদিক জামাল খাসোগি। তুরস্কের পুলিশ বলছে, তিনি এরপর আর সেখান থেকে বেরিয়ে আসেননি।
সাংবাদিক জামাল খাশোগি হত্যা মামলায় এখন পর্যন্ত ১১ জনকে অভিযুক্ত করা হয়েছে। এদের মধ্যে পাঁচ জনের মৃত্যুদণ্ড হয়েছে, তিনজনের ২৪ বছর করে কারাদণ্ড দেয়া হয়েছে এবং বাকিরা জামিন পেয়েছেন।