ঢাকা শুক্রবার, ১৬ই মে ২০২৫, ৩রা জ্যৈষ্ঠ ১৪৩২


কলকাতা বিমানবন্দরে হাঁটু পানি!


২১ মে ২০২০ ১৮:৫৩

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় আম্ফানের কারণে কলকাতা বিমানবন্দরের রানওয়ে তলিয়ে গেছে। হাঁটু সমান পানিতে ডুবে আছে বিমানগুলো। এরআগে কখনও এমন হয়নি। জানা গেছে, অন্তত ৪২টি বিমান ছিল এ এয়ারপোর্টে। একেকটির ওজন ৪০ টন। ১৩০ কিমি প্রতি ঘণ্টা গতিবেগের ধাক্কায় সেগুলো রীতিমত টলমল হয়ে যায়। যদিও সামনের দিকে ও পিছনের দিকে আটকানো ছিল, তা সত্বেও বিমানগুলি যেভাবে দুলছিল তাতে ভয়ই পেয়ে যান এয়ারপোর্টের কর্মীরা। অনেকেই ভেবেছিলেন ঝড়ের আঘাত ভিতরে পৌঁছতে পারবে না। কিন্তু কাঁচের জানালা ভেদ করে আঘাত হানে বিমানবন্দরে আম্পান। ঝড়ের প্রস্তুতির সময় আগেই খুলে নেওয়া হয়েছিল বিজ্ঞাপনের বোর্ড।