ঢাকা শুক্রবার, ১৬ই মে ২০২৫, ২রা জ্যৈষ্ঠ ১৪৩২


করোনা ভয়ে ম্যালেরিয়ার ওষুধ খাচ্ছেন ট্রাম্প!


১৯ মে ২০২০ ১৯:২২

মহামারি করোনাভাইরাস থেকে রক্ষা পেতে অপ্রমাণিত একটি ওষুধ নিয়মিত খাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (১৮ মে) সংবাদ সম্মেলনে তিনি এমনটাই জানিয়েছেন। ট্রাম্প বলেন, ‘আমি হাইড্রোক্সিক্লোরোকুইন খাচ্ছি। এটা গেল দেড় সপ্তাহ ধরে খাচ্ছি। প্রতিদিন একটি করে।’ হাইড্রোক্সিক্লোরোকুইন মূলত ম্যালেরিয়ার ওষুধ। এটাতে করোনাভাইরাস ভালো হয় এমন কোনো প্রমাণ মেলেনি এখনো। এটার বিষয়ে ডাক্তারি সতর্কতাও রয়েছে। কয়েক সপ্তাহ আগে ট্রাম্প ম্যালেরিয়ার এই ওষুধটি নিয়ে বেশ আশাবাদী হয়ে উঠেছিলেন।

এ বিষয়ে ডাক্তার বব লাহিতা বলেছেন, ‘করোনা থেকে রক্ষা করার ক্ষেত্রে হাইড্রক্সিক্লোরোকুইনের কোনও প্রভাব নেই। আমরা একাধিক রোগীকে এটা খাইয়ে দেখেছি। কোনও প্রভাব পড়েনি। এটা না খাওয়াই ভালো।’ কয়েকদিন আগে ট্রাম্পের দাপ্তারিক বাসভবন হোয়াইট হাউজের দুইজন করোনাভাইরাসে আক্রান্ত হয়। এরপর থেকে ৭৩ বছর বয়সী ট্রাম্পের নিয়মিত করোনা টেস্ট করা হচ্ছে এবং সেটা প্রতিদিন। কিছুদিন আগে ট্রাম্প তার হোয়াইট হাউজের ডাক্তারের কাছে জানতে চেয়েছিলেন যে, তিনি হাইড্রক্সিক্লোরোকুইন খেতে পারেন কিনা? জবাবে ডাক্তার বলেছেন, আপনার যদি ভালো লাগে তাহলে খেতে পারেন। এরপর থেকে তিনি নিয়মিত খেতে শুরু করেন ওষুধটি। করোনাভাইরাসে মার্কিন যুক্তরাষ্ট্রে ৯১ হাজার ৯৮১ জন মারা গেছে। আক্রান্ত হয়েছে ১৫ লাখ ৫০ হাজার ২৯৪ জন।