ঢাকা শুক্রবার, ১৬ই মে ২০২৫, ২রা জ্যৈষ্ঠ ১৪৩২


টানা লকডাউন সম্ভব নয়, করোনা নিয়েই বাঁচতে হবে: ইমরান


১৭ মে ২০২০ ১৯:০৩

করোনা মোকাবিলার জন্য গোটা বিশ্বের প্রায় প্রতিটি দেশে লকডাউন চলছে। পাকিস্তানে টানা লকডাউন চালানো সম্ভব নয়, জানালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। কারণ পাকিস্তানে টানা লকডাউন চালানোর মত আর্থিক পরিস্থিতি নেই বলে জানান তিনি। করোনা ভাইরাসের জন্য চলা লকডাউনের ফলে দেশের যে বিশাল পরিমাণ আর্থিক ক্ষতি হচ্ছে, তার বোঝা টানার মতো ক্ষমতা নেই, শুক্রবার (১৫ মে) এমনটাই জানালেন পাক প্রধামন্ত্রী ইমরান খান। তিনি বলেন, ১৫০ মিলিয়ন পাকিস্তানবাসী এর জেরে ধুঁকছে।

শুক্রবার পাকিস্তানের বিভিন্ন প্রদেশের প্রশাসকদের স্থানীয়ভাবে পরিবহণ পরিষেবা চালু করার নির্দেশ দিয়েছে ইসলামাবাদ। ইমরান বলেন, ‘আমেরিকা, চীন এবং ইউরোপের দেশগুলির মত টানা লকডাউন চালানোর ক্ষমতা পাকিস্তানের নেই। লকডাউন দেশের আর্থিক বৃদ্ধির ওপরে বিশাল প্রভাব ফেলছে। বিভিন্ন প্রদেশে পরিবহণ পরিষেবা চালু করা হোক। এতে পাকিস্তানের আর্থিক সমস্যার কিছুটা সুরাহা হবে।’ তবে তিনি এটাও স্বীকার করেছেন, করোনা আক্রান্তের সংখ্যা রোজ বাড়ছে। তিনি বলেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। অন্যান্য দেশের থেকে পাকিস্তান ভালো অবস্থায় রয়েছে। এখনও পর্যন্ত ১০,১৫৫ জন সুস্থ হয়ে উঠেছেন। তিনি আরও জানান, চিকিৎসা থেকে শিশুরা সবথেকে বেশি বঞ্চিত হচ্ছে। ইতিমধ্যেই দুটি অ্যান্টি-পোলিও ক্যাম্পেন বাতিল করতে হয়েছে। রাস্তায় পরিবহন পরিষেবার সঙ্গে বিমান পরিষেবা চালু করতে চলেছে পাক সরকার। অন্তর্দেশীয় বিমানগুলি চালু হবে বলে জানা যায়।