ঢাকা বৃহঃস্পতিবার, ১৫ই মে ২০২৫, ২রা জ্যৈষ্ঠ ১৪৩২


করোনার থাবায় প্রাণ হারালেন ২৮ বছর বয়সী সুমো কুস্তিগির


১৪ মে ২০২০ ০৩:১৬

জাপানে করোনা ভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়ে মারা গেছেন ২৮ বছর বয়সী এক সুমো কুস্তিগির। জাপান সুমো এসোসিয়েশন (জেএসএ) জানিয়েছে, দেশটিতে করোনায় এই প্রথম কোনো সুমো কুস্তিগিরের প্রাণ গেলো। ওই তরুণ সুমো জগতে শাবুশি নামে পরিচিত। তার আসল নাম কিয়োতাকা সুয়েতাকে। করোনার আক্রান্ত হওয়ার পর তার শরীরের একাধিক অঙ্গের কার্যক্রম বন্ধ হয়ে গেলে তিনি মৃত্যুবরণ করেন। তিনি আগ থেকে জটিল কোনো রোগে আক্রান্ত ছিলেন কিনা তা জানা যায়নি। খবর দিয়েছে বিবিসি ও কিয়োদো নিউজ।

স্থানীয় গণমাধ্যম কিয়োদো নিউজ অনুসারে, সুয়েতাকের দেহে করোনা ধরা পড়ে গত ১০ই এপ্রিল। এরপর থেকে তার অবস্থার দ্রুত অবনতি হয়।

নয় দিনের মাথায় তাকে একটি স্থানীয় হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। অবশেষে, এক মাশ চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার দিবাগত রাতে তার মৃত্যু হয়। সুয়েতাকের মৃত্যু নিয়ে জেএসএ চেয়ারম্যান হাক্কাকু বলেন, এক মাস ধরে অসুস্থ থেকে মৃত্যুবরণ করা কঠিন তা অকল্পনীয়। ওই কুস্তিগির এই কষ্ট সাহসের সঙ্গে সহ্য করেছেন ও শেষ সময় পর্যন্ত লড়ে গেছেন।

অপর এক স্থানীয় গণমাধ্যম ইয়োমিউরি নিউজ অনুসারে, জেএসএ’র এক হাজার সদস্যর অ্যান্টিবডি পরীক্ষা করা হবে। গত মাসে জেএসএ জানায়, তাদের এক স্টেবলমাস্টার ও আরো পাঁচ জন সুমো কুস্তিগিরের মধ্যে করোনা শনাক্ত হয়েছে।

জন হপকিন্স ইউনিভার্সিটির হিসাব অনুসারে, বাংলাদেশ সময় বুধবার ৫টা পর্যন্ত জাপানে করোনায় প্রাণ হারিয়েছেন ৬৫৭ জন। আক্রান্ত হয়েছেন অন্তত ১৫ হাজার ৯৬৮ জন।