ঢাকা শুক্রবার, ১৬ই মে ২০২৫, ২রা জ্যৈষ্ঠ ১৪৩২


‘ভারতের বিরুদ্ধে যুদ্ধে নামুন’, ইমরানকে কাশ্মীরের প্রধানমন্ত্রী!


১৩ মে ২০২০ ০২:৪৫

পাকিস্তান অধিকৃত কাশ্মীরের প্রধানমন্ত্রী রাজা ফারুক হায়দার বার বার কাশ্মীর নিয়ে বিতর্কিত মন্তব্য করে চলে এসেছেন সংবাদ শিরোনামে। ফের একবার তিনি উসকে দিলেন বিতর্ক।

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে তার অনুরোধ, সম্পূর্ণ সামরিক শক্তি নিয়ে অবিলম্বে পাকিস্তানের ভারতের উপর হামলা করা উচিত।

নিয়ন্ত্রণ রেখার কাছে অবস্থিত গ্রামগুলি পরিদর্শন সেরে ফিরে সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাত্‌কারে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী ইমরান খানের উচিত অবিলম্বে কঠোর পদক্ষেপ করার। শুধু মৌখিক আলোচনায় কোনও লাভ হবে না। এই মুহূর্তে আপনার উচিত বাহিনীকে ভারতের উপর আক্রমণের নির্দেশ দেওয়া। আপনার দায়িত্ব আপনার ভাইবোনদের নিরাপত্তা কথা ভাবা।’

কয়েক মাস আগেই রাজা ফারুক মন্তব্য করেছিলেন জম্মু-কাশ্মীরে সন্ত্রাসবাদী কার্যকলাপ জারি রাখাই উচিত। মীরপুরের ন্যাশনাস প্রেস ক্লাবে কাশ্মীর সেন্টার উদ্বোধনে এসে তিনি অভিযোগ করেছিলেন, যে নীতি নিয়ে পাকিস্তান সরকার চলছে তাতে আগামী ৭০০ বছরেও কাশ্মীর স্বাধীনতা পাবে না।