ভূমিকম্পে কেঁপে উঠলো মধ্যরাতের ঘুমন্ত তেহরান

ইরানের রাজধানী তেহরানে গভীর রাতে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে গভীর ঘুমে আচ্ছন্ন নগরীর বাসিন্দাদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন আরও অন্তত ২০ জন।
স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ১২টা ৪৮ মিনিটে তেহরানের দামাভান্দ শহরে ৫ দশমিক ১ মাত্রা এ ভূমিকম্পটি আঘাত হানে। যেটি বেশ কয়েক সেকেন্ড স্থায়ী ছিল।
ইরানের ভূতত্ত্ব পর্যবেক্ষণ কেন্দ্র জানিয়েছে, ভূ-কম্পের মূল অবস্থান ছিল মাটি থেকে ১০ কিলোমিটার গভীরে। এর কেন্দ্র ছিল পূর্ব তেহরান থেকে ৫৫ কিলোমিটার দূরে ইরানের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ সক্রিয় আগ্নেয়গিরি দামাভান্দের দক্ষিণে।
বার্তা সংস্থা এএফপির খবরে জানানো হয়েছে, মধ্যরাতে ভূমিকম্পে কেঁপে উঠে ঘুমন্ত শহর। তাতে তেহরানের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে রাতেই ঘুম চোখে ঘর ছেড়ে রাস্তায় নেমে আসে এবং ছুটাছুটি করতে থাকেন। অনেককেই খোলা স্থানে আশ্রয় নিতে দেখা যায়।
ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি নিরূপন ও দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তেহরান সিটি করপোরেশন এবং জরুরি ত্রাণ ও উদ্ধার বিভাগকে নির্দেশ দেয়া হয়েছে বলেও জানিয়েছেন ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী আবদুর রেজা রাহমানি ফাজলি।