ঢাকা বৃহঃস্পতিবার, ১৫ই মে ২০২৫, ২রা জ্যৈষ্ঠ ১৪৩২


শর্তসাপেক্ষে খুলে দেয়া হলো সানাইয়া, লকডাউন প্রত্যাহার


৭ মে ২০২০ ০০:০২

ছবি সংগৃহীত

কাতারে বিদেশি কর্মীদের সুরক্ষিত রাখতে এবং করোনা ভাইরাস এর সংক্রামন বিস্তার ঠেকাতে মার্চ মাসের মাঝামাঝি সময়ে সানাইয়ার ১ থেকে ৩২ নাম্বার পর্যন্ত এলাকায় প্রবেশ এবং বাহির নিষিদ্ধ করে দেয় কাতার সরকার ।

আজ ৬ মে বুধবার থেকে উন্মুক্ত করে দেয়া হচ্ছে শিল্পাঞ্চল সানাইয়া ৩ নম্বর রোড থেকে ৩২ নম্বর রোড এলাকা । তবে পূর্বেই ১ এবং ২ নম্বর এলাকা থেকে লকডাউন তুলে নেয় কাতার কর্তৃপক্ষ । এ দেশের সবচেয়ে বেশি বিদেশী কর্মী বাস করেন সানাইয়া। তবে লকডাউন তুলে নেয়া হলে সেখানে সতর্কতামূলক বিভিন্ন পদক্ষেপ আব্যাহত থাকবে এবং শর্তসাপেক্ষে বাহির হওয়া ও বের হওয়া যাবে। এ ব্যাপারে বিস্তারিত নির্দেশনা প্রকাশ করা হবে । গত দেড়মাস জুড়ে সানাইয়া এলাকায় বিপুল সংখ্যাক সন্দেহভাজন ও সাধারন কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। পাশাপাশি আলোচিত এলাকা জীবানুমুক্ত করতে নানা রকম পরিস্কার পরিচ্ছন্নতা অভিজান চালিয়েছেন বলদিয়া কর্তৃপক্ষ ।