ঢাকা বৃহঃস্পতিবার, ১৫ই মে ২০২৫, ২রা জ্যৈষ্ঠ ১৪৩২


স্বাস্থ্যবিধি ভাঙায় স্বেচ্ছায় পদত্যাগ করলেন বরিস জনসনের উপদেষ্টা


৬ মে ২০২০ ১৯:৩৫

লকডাউনে স্বাস্থ্যবিধি না মেনে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর সায়েন্টিফিক অ্যাডভাইজরি গ্রুপ ফর ইমারজেন্সির উপদেষ্টা নেইল ফার্গুসন তার বাসভবনে এক নারী দর্শনার্থীকে একাধিকবার ঢুকতে দিয়েছেন।

এ নিয়ে দেশটির দ্য টেলিগ্রাফ পত্রিকায় সংবাদ প্রকাশের পর পত্রিকাটির খবর সত্য উল্লেখ করে প্রফেসর নেইল ফার্গুসন স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। খবর দ্য টেলিগ্রাফের।

তিনি অকপটে স্বীকার করেন, লকডাউন বিধিমালা ভেঙে তিনি ভুল করেছেন। তাই তিনি প্রধানমন্ত্রীর উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেছেন।

প্রফেসর ফার্গুসনই প্রথম একটি গাণিতিক মডেলের মাধ্যমে দেখিয়েছিলেন– যুক্তরাজ্যে শারীরিক দূরত্ব কঠোরভাবে মানা না হলে করোনাভাইরাসে মৃতের সংখ্যা আড়াই লাখ ছাড়িয়ে যেতে পারে। তার ওই মডেলের ভিত্তিতেই প্রধানমন্ত্রী বরিস জনসন যুক্তরাজ্যজুড়ে লকডাউন ঘোষণা করেছিলেন।

লকডাউনের সময় আরোপিত নিষেধাজ্ঞার তোয়াক্কা না করেই প্রধানমন্ত্রীর উপদেষ্টা প্রফেসর ফার্গুসন তার বাসভবনে এক নারী দর্শনার্থীকে একাধিকবার ঢুকতে দিয়েছেন।

প্রসঙ্গত চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসে এ পর্যন্ত যুক্তরাজ্যে ১ লাখ ৯৪ হাজার ৯৯০ জন আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ২৯ হাজার ৪২৭ জনের, যা এখন পর্যন্ত ইউরোপে সর্বোচ্চ মৃতের সংখ্যা।