ঢাকা বৃহঃস্পতিবার, ১৫ই মে ২০২৫, ২রা জ্যৈষ্ঠ ১৪৩২


ফ্রিজে মিলল ১০ বছরের পুরনো মরদেহ


৪ মে ২০২০ ০০:০৫

মায়ের রেখে যাওয়া ফ্ল্যাট খালি করতে এসেছিলেন সন্তান। মা মারা যাওয়ার পর দীর্ঘদিন এই ফ্ল্যাটে বসবাস করে নি কেউ। ফ্ল্যাটের ফ্রিজ খুলে একটি মৃতদেহ পেয়ে আকাশ থেকে পড়েন ছেলে। পুলিশ খবর দেয়া হলে তারা পরীক্ষা করে জানায়, মৃতদেহটি কমপক্ষে দশ বছরের পুরোনো। ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক মহানগরের ম্যানহাটন এলাকায়।

যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ডেইলি মেইল শনিবার (২ মে) এক খবরে এ তথ্য জানিয়েছে। খবরে বলা হয়েছে, ফ্রিজারবন্দী মৃতদেহটি অন্তত ১০ বছরের পুরোনো বলে পুলিশের ধারণা। অনেক বছর হওয়ায় মৃতদেহটি পুরুষ না নারীর, তাও নির্ধারণ করা যাচ্ছে না। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। নিউইয়র্ক পুলিশ এ নিয়ে তদন্ত করছে।