হুবহু করোনা মতো দেখতে এ কোন ফুল, মিলবে ওষুধ!

করোনাভাইরাসের মতোই দেখতে একটি ফুল পাওয়া গেছে। এই ফুলটি ফোটে ভারতের দক্ষিণ ছত্তিশগড়ের বস্তারে। ফুলটি মেলাস্টোমের পরিবারের অন্তর্ভুক্ত। এই প্রজাতির ফুল আর্দ্র এবং হিউমাস সমৃদ্ধ মাটিতে বৃদ্ধি পায়। উদ্ভিদবিদরা বলছেন, এই ধরনের গাছ দেখতে পাওয়া যায় শ্রীলঙ্কাতেও। তবে বস্তারের চিত্রকোটের মাটনার উপত্যকা ছাড়াও দাক্ষিণাত্যেও এর দেখা মেলে। বস্তারের স্থানীয় আদিবাসীরা এর নাম দিয়েছেন আল্লি।
আদিবাসী জীবনে উপযোগিতা আয়ুর্বেদে এর নানা গুণ রয়েছে। পাতার রস পেট খারাপ সারাতে ভাল কাজ করে। এর ফলের রস হজমের সমস্যা দূর করে। গাছের ছাল ক্ষতস্থানে দেওয়া যায়। ফুল ও পাতার নির্যাস রস হিসেবেও ব্যবহার করা হয়। আদিবাসীরা নানাবিধ রোগের ওষুধ হিসেবে ফুলটি যুগ যুগ ধরে ব্যবহার করে আসছে। তাই অনেকেই এখন এই ফুল ব্যবহার করে চেষ্টা করার পরামর্শ দিচ্ছেন!