ইতালিতে কমতে শুরু করেছে করোনা ভাইরাসে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা

ইতালিতে কোভিড-১৯ করোনা ভাইরাসে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা উল্লেখযোগ্য হারে কমতে শুরু করেছে। আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কমতে শুরু করার ফলে স্বস্তির নিঃশ্বাস ফেলতে শুরু করছে নাগরিকরা।
২৬ এপ্রিল ইতালিতে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ওয়াল্ডো মিটারস্ এর রিপোর্ট অনুযায়ী ২৩২৪ জন, তবে,সরকারি হিসাবে আক্রান্তের সংখ্যা কিছু কম । তবে,সুস্থ হয়েছে ১৮০৮ জন, মৃত্যু হয়েছে ২৬০ জন।
ইতালিতে করোনা ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ১,৯৭৬৭৫ জন, মোট মৃত্যুর সংখ্যা ২৬৬৪৪ জন, তবে মোট সুস্হ হয়েছে ৬৪৯২৮ জন, গুরতর অবস্থায় আই,সি, ইউ তে রয়েছে ২০০৯ জন।চিকিৎসাধীন রয়েছে ১,০৬,১০৩ জন। ইতালিতে করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কিছুটা হলেও কমতে শুরু করেছে, তবে হঠাৎ করে আবার বেড়ে যায়। এখনও সরকার কিংবা সাধারণত মানুষ বুঝতে পারছে না কবে নাগাদ এই আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা শূন্যের কোঠায় নেমে আসবে, সেই অপেক্ষায় থাকতে হবে সকলকে। সরকারের ঘোষণা অনুযায়ী তৃতীয় দফায় লগডাউন ৩ মে পর্যন্ত বহাল রয়েছে।তবে, ৪ মে থেকে লগডাউন শিথিল করা হতে পারে।