ইতালিতে করোনা ভাইরাসে মৃত্যুর সংখ্যা সাড়ে ২১ হাজার ছাড়ালো

ইতালিতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১ লাখ ৬৫ হাজার এবং মৃত্যুর সংখ্যা সাড়ে ২১ হাজার ছাড়ালো।
১৫ এপ্রিল ইতালিতে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ওয়াল্ডো মিটারস্ এর রিপোর্ট অনুযায়ী ২৬৬৭ জন, সুস্থ হয়েছে ৯৬২ জন, মৃত্যু হয়েছে ৫৭৮ জন। তবে সরকারি হিসাবে আক্রান্ত ১১২৭ জন।
ইতালিতে করোনা ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ১৬৫১৫৫ জন, মোট মৃত্যুর সংখ্যা ২১৬৪৫ জন, তবে
মোট সুস্হ হয়েছে ৩৮০৯২ জন, গুরতর অবস্থায় আই,সি, ইউ তে রয়েছে ৩০৭৯ জন।
ইতালিতে করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা মাঝে মাঝে একটু কমলেও হঠাৎ করে আবার বেড়ে যায়। এখনও সরকার কিংবা সাধারণত মানুষ বুজতে পারছে না কবে নাগাদ এই আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা শূন্যের কোঠায় নেমে আসবে। সেই অপেক্ষায় থাকতে হবে সকলকে। সরকারের ঘোষণা অনুযায়ী ৩ মে পর্যন্ত বহাল রয়েছে।