ঢাকা মঙ্গলবার, ১৪ই মে ২০২৪, ১লা জ্যৈষ্ঠ ১৪৩১


২১০টি দেশে ২০ লাখ ছাড়িয়ে যাচ্ছে করোনা রোগীর সংখ্যা


১৪ এপ্রিল ২০২০ ১৮:১৫

বিশ্বব্যপী আতঙ্ক সৃষ্টিকারী ভাইরাস ‘করোনা’র উৎপত্তিস্থল চীনের উহানে। চীনের পর ১০৮ দিনে বিশ্বের ২১০টি দেশে মহামারী আকারে ছড়িয়ে পড়ে এই ভাইরাসটি। এই ভাইরাসের প্রভাব এতটাই ভয়ংকর রূপ ধারণ করেছে যে বিশ্বে এক লাখের বেশি মানুষ এই ভাইরাসে প্রাণ হারিয়েছে। আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) বাংলাদেশ সময় সকাল ৮ টা ৪৫ মিনিট পর্যন্ত এই ভাইরাসের ফলে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা দাঁড়ায় ১ লাখ ১৯ হাজার ৬৯২ জন। মোট আক্রান্তের সংখ্যা ১৯ লাখ ২৪ হাজার ৬৭৯ জন। আর দুই একদিনে তা ২০ লাখ ছাড়িয়ে যাবেন বলে ধারণা করছে বিশেষজ্ঞরা।

গত ২৪ ঘণ্টায় বিশ্বে নতুন করে মৃত্যুবরণ করেছেন ৫ হাজার ৪৪৫ জন এবং এই ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিত হয়েছে ৭১ হাজার ৫২৪ জন। টানা কয়েকদিন লাফিয়ে লাফিয়ে বাড়ার পর, নতুন সংক্রমণ ও প্রাণহানি কিছুটা কমেছে। সোমবারওও সর্বাধিক মৃত্যু দেখেছে যুক্তরাষ্ট্র। দেশটিতে মোট মৃত্যু দাঁড়াল ২৩ হাজারের বেশি। যুক্তরাজ্যে মৃতের সংখ্যা ১১ হাজার ছাড়িয়েছে। মৃত্যুর দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে আছে ইতালি। ইতালিতে মোট মৃতের সংখ্যা ২০ হাজার ৪৬৫ জন। এছাড়া স্পেন, ফ্রান্স, চীনে মারা গেছেন আরও অসংখ্য মানুষ।