ঢাকা বৃহঃস্পতিবার, ১৫ই মে ২০২৫, ১লা জ্যৈষ্ঠ ১৪৩২


মুসলিমদের বলির পাঁঠা বানালেও করোনার টিকা মিলবে না: ওয়াইসি


৯ এপ্রিল ২০২০ ২১:৫৩

মুসলমানদের বিরুদ্ধে অপপ্রচারের বিরুদ্ধে এবার গর্জে উঠলেন ভারতের এআইএমআইএম প্রধান আসাদুদ্দিন ওয়াইসি এমপি। করোনাভাইরাস নিয়ে অভিযোগ করে তিনি বলেন, ‘করোনার অজুহাতে দেশের মুসলমানদের বলির পাঁঠা বানানো হচ্ছে।’ ভাইরাসটির জেরে সাম্প্রতিক যে লকডাউন আরোপ করা হয়েছে, সেই সমালোচনা এড়াতেই মোদি সরকার এমন চেষ্টা চালাচ্ছে বলে জানান ওয়াইসি।

এক টুইটবার্তায় তিনি বলেন, ‘অপরিকল্পিত লকডাউনের সমালোচনা এড়াতে ও করোনাভাইরাস সংক্রমণের ব্যর্থতা থেকে মানুষের দৃষ্টি অন্যত্র নিয়ে যেতেই এসব করা হচ্ছে। ‘বিজেপির অপপ্রচারকারীদের জানা উচিত যে এভাবে হোয়াইটসঅ্যাপ ফরোয়ার্ডের মাধ্যমে করোনাকে হারানো সম্ভব হবে না, মুসলমানদের বলির পাঁঠা বানালেও করোনার ওষুধ মিলবে না। আর তাছাড়া এটা করোনা সংক্রান্ত পর্যাপ্ত পরীক্ষার বিকল্পও হতে পারে না।’