ঢাকা বুধবার, ১৪ই মে ২০২৫, ১লা জ্যৈষ্ঠ ১৪৩২


মালয়েশিয়া প্রবাসীদের পাশে আওয়ামীলীগ নেতা ইকবাল হোসেন


৭ এপ্রিল ২০২০ ২৩:২৮

ছবি সংগৃহীত

মালয়েশিয়ায় করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের মুভমেন্ট কন্ট্রোল অর্ডার (এমসিএ) এর কারণে বিপাকে পড়েছেন দেশটিতে বসবাস করা অসংখ্য বাংলাদেশী প্রবাসী। উদ্বুদ্ধ পরিস্থিতিতে কর্মহীন সাময়িক খাদ্য সংকটে পড়া অসহায় প্রবাসীদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন কুয়ালালামপুর মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ: ইকবাল হোসেন। নিজস্ব পরিবহণ ব্যবস্থায়  আজ ৬ই এপ্রিল সোমবার বিকালে রাজধানী কুয়ালালামপুরে জরুরী খাদ্য সামগ্রী বিতরণ করেন। এসময় স্থানীয় মালয়েশিয়ান নাগরিক সহ প্রবাসীদের মাঝে চাল ডাল,আলু , রসুন,পেঁয়াজ, লবণ,তেল সহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করেন। ত্রান বিতরণ কার্যক্রমের সার্বিক তদারকি করেন মালয়েশিয়া আওয়ামীলীগের আহবায়ক কমিটির আহ্বায়ক এম রেজাউল করিম রেজা ও কুয়ালালামপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ: বাতেন । বিতরন কার্যক্রমে সহযোগিতা করেন , মোঃ হৃদয় , আরিফ আহমেদ , শামীম ব্যাপারী ও সোহাগ মিয়া সহ আরো অনেকে । ত্রান দাতা মোঃ ইকবাল হোসেন বলেন , আমাদের সামর্থ্য অনুযায়ী যথা সম্ভব ত্রান বিতরণ কার্যক্রম অব্যাহত রাখার চেষ্টা করবো। এসময় আহ্বায়ক এম রেজাউল করিম রেজা ও বিভিন্ন ত্রান সামগ্রী বিতরণ করছেন।