ইতালিতে করোনা ভাইরাসে মৃত্যুর সংখ্যা সাড়ে ১৬ হাজার ছাড়ালো
-2020-04-07-01-57-20.jpg)
কোভিড-১৯ করোনা ভাইরাসে ইতালিতে মৃত্যুর সংখ্যা সাড়ে ১৬ হাজার ছাড়িয়ে গেছে। তবে সুস্হ হয়ে বাড়ি ফিরেছে ২২৮৩৭ জন।
৬ এপ্রিল ইতালিতে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ৩৫৯৯ জন। তবে সরকারি হিসাবে এ সংখ্যা ১৯৪১ জন। এ যাবত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে মোট ১৩২৫৪৭ জন।গত ২৪ ঘন্টায় মৃত্যু বরন করেছে ৬৩৬ জন। মোট মৃত্যু হয়েছে ১৬৫৩২ জন। তবে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছে ১০২২ জন এবং মোট সুস্হ হয়েছে ২২৮৩৭ জন।
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গুরতর অবস্থায় রয়েছে প্রায় ৪ হাজার। চিকিৎসা দিয়ে গিয়ে প্রায় ৪০ জন ডাক্তার করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু বরন করেছে।
তেমনি অর্ধশতাধিক নার্স করোনা রোগীর সেবা করতে গিয়ে মৃত্যু বরন করেছে।