ঢাকা বুধবার, ১৪ই মে ২০২৫, ১লা জ্যৈষ্ঠ ১৪৩২


যুবকের অস্বাভাবিক আচরণ, নগ্ন হয়ে বৃদ্ধাকে কামড়, অতঃপর..


২৯ মার্চ ২০২০ ১৮:১৮

ভারতের তামিলনাড়ু। কয়েকদিন আগে শ্রীলঙ্কা থেকে সেখানে ফিরেছেন এক যুবক। বিদেশফেরত হওয়ায় তাকে কোয়ারেন্টিনে রাখা হয়। কিন্তু শুক্রবার তিনি অদ্ভুত এক কা- ঘটিয়ে ফেলেন। পুরো নগ্ন হয়ে বাড়ি থেকে আকস্মিক দৌড়ে বের হন। তারপর প্রতিবেশী ৮০ বছর বয়সী এক বৃদ্ধাকে কামড়ে দেন। এ অবস্থায় কাঁধে কামড়ে ক্ষত সৃষ্টি হয় ওই বৃদ্ধার। তাকে শুক্রবার দিন শেষে হাসপাতালে ভর্তি করানো হয়।

চিকিৎসা দেয়া হয়। কিন্তু তাতে তিনি কোনো সাড়া দিচ্ছিলেন না। ফলে শনিবার তিনি মারা যান। ভারতের সরকারি বার্তা সংস্থা পিটিআইকে উদ্ধৃত করে এ খবর দিয়েছে অনলাইন জি নিউজ।

এতে আরো বলা হয়, ওই যুবক জাক্কামানায়াকানপট্টির অধিবাসী। পোশাকের ব্যবসা করতেন তিনি। ওই ঘটনার পর তাকে স্থানীয়রা ধরে পুলিশে হস্তান্তর করেছে। পুলিশ তাকে গ্রেপ্তার দেখিয়েছে। তারা বিষয়টি নিয়ে তদন্ত করছে। প্রতিবেদনে আরো বলা হয়েছে, ওই যুবক সম্প্রতি শ্রীলঙ্কা থেকে দেশে ফিরেছেন। তাকে স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ কোয়ারেন্টিনে রেখেছিল। কারণ, বিদেশ থেকে কেউ ফিরলেই তাকে বর্তমানে সরকারি নিয়ম অনুযায়ী কোয়ারেন্টিনে রাখা হয়। কিন্তু শুক্রবার সন্ধ্যায় বাড়ি থেকে আকস্মিকভাবে বেরিয়ে পড়েন ওই যুবক। পরনের সব কাপড় খুলে বিবস্ত্র হয়ে পড়েন। রাস্তা দিয়ে দৌড়ানো শুরু করেন। এ সময় তাকে ধরেতে তার পিতাসহ পরিবারের অন্যরা পিছন পিছন দৌড়ানো শুরু করেন। ততক্ষণে বাড়ির উঠোনে বসে থাকা ৮০ বছর বয়সী বৃদ্ধা নাছিয়াম্মালকে হাতের নাগালে পেয়ে যান ওই যুবক। তার কাঁধে কামড়ে দেন।

এ সময় অত্যধিক শক্তি প্রদর্শন করেন ওই যুবক। পরিবারের সদস্যরা এক পর্যায়ে তাকে ধরতে সক্ষম হন। বৃদ্ধাকে পাশর্^বর্তী বোদি গভর্নমেন্ট হাসপাতালে ভর্তি করানো হয়। কিন্তু শনিবার ডাক্তাররা জানান, চিকিৎসায় সাড়া দিচ্ছেন না ওই বৃদ্ধা। তার কাঁধের ক্ষত থেকে তিনি মারা গেছেন।

নতুনসময়/আইকে