ঢাকা বুধবার, ১৪ই মে ২০২৫, ১লা জ্যৈষ্ঠ ১৪৩২


৩ ফুট দুরে না দাড়ালেই জরিমানা ও জেল


২৭ মার্চ ২০২০ ১৮:২২

সিঙ্গাপুরের জণগনের মধ্যে সামাজিক দুরুত্ব তৈরির করার লক্ষ্যে দেশটি চলাচলের উপর সীমাবন্ধতা প্রয়োগ করেছে। এব্যাপারে সিঙ্গাপুর সরকার আরো কঠোর পদক্ষেপ হাতে নিয়েছে। যা আজ থেকেই কার্যকর।

দেশটির কর্তৃপক্ষ এ বিবৃতিতে জানিয়েছে, যারা একজন থেকে আরেকজনের মধ্যে এক মিটার (প্রায় ৩.৩ ফুট) দুরুত্ব রাকতে ব্যার্থ হবে তাদের সিঙ্গাপুরি টাকায় ১০ হাজার জরিমানা। বাংলাদেশী টাকায় প্রায় ৬ লক্ষ টাকা।

এছাড়া জরিমানার সাথে জেলও প্রদান করা হতে পারে।

নতুনসময়/আইকে