ঢাকা বুধবার, ১৪ই মে ২০২৫, ১লা জ্যৈষ্ঠ ১৪৩২


করোনা আক্রান্তের সঙ্গে সেলফি, ৬ সরকারি কর্মকর্তা বরখাস্ত


২৫ মার্চ ২০২০ ০০:২৮

কোয়ারেন্টিনে থাকা করোনাভাইরাসে আক্রান্ত এক রোগীর সঙ্গে সেলফি তোলায় ছয় সরকারি কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। ঘটনাটি ঘটেছে পাকিস্তানের সিন্ধু প্রদেশের শুক্কুরে। দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে আজ মঙ্গলবার এমনটাই জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এই সেলফিতে দেখা গেছে, আক্রান্ত রোগীর পাশে একদল ব্যক্তি দাঁড়িয়ে আছেন। তাদের কারও কারও মুখে হাসি। আর কারও মুখেই মাস্ক নেই।
জানা যায়, ছবিটি করোনার থাবায় বিপর্যস্ত সিন্ধু প্রদেশের শুক্কুরের একটি কোয়ারেন্টিন থেকে তোলা।


শুক্কুরের উপকমিশনার রানা আদেল বলেন, ‘প্রাদেশিক ভূমি বিভাগের ছয় সরকারি কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। তাদের সবাইকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। সম্প্রতি ইরান সফরে গিয়ে করোনাভাইরাসে আক্রান্ত স্থানীয় এক রাজনীতিবিদকে কোয়ারেন্টিনে দেখতে গিয়েছিলেন তারা।’
এদিকে, পাকিস্তানে এ পর্যন্ত ৮৯২ জন করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে। এর মধ্যে ৩৯৯ জনই এই প্রদেশের। দেশটিতে করোনার প্রাদুর্ভাব ঠেকাতে ইতিমধ্যেই লকডাউন করা হয়েছে। সিন্ধু প্রদেশেও চলছে লকডাউন। লকডাউন ভঙ্গ করায় এ পর্যন্ত এই প্রদেশে সাত শতাধিক ব্যক্তিকে আটক করা হয়েছে বলেও জানা গেছে।