ঢাকা বুধবার, ১৪ই মে ২০২৫, ১লা জ্যৈষ্ঠ ১৪৩২


করোনা রুখতে বড় পদক্ষেপ নিলো ভারত


২০ মার্চ ২০২০ ০৭:২৭

করোনা রুখতে বড় পদক্ষেপ নিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে এই ঘোষণা করলেন তিনি। ২২ মার্চ, আগামী রবিবার পালন করতে হবে জনতা কার্ফু। দেশ জুড়ে এই জনতা কার্ফু পালন করার নির্দেশ দিয়েছেন তিনি।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ‘জনতা কার্ফু’ হল জনতার দ্বারা, জনতার জন্য নিজেদের উপর জারি করা কার্ফু। ওই দিন সকাল ৭ টা থেকে রাত ৯ টা পর্যন্ত কেউ বাড়ি থেকে বেরবেন না।’ এইভাবে সংযম অভ্যাস করার নির্দেশ দিয়েছেন তিনি। তাঁর দাবি, এটা হবে দেশহিতের জন্য একটা প্রতীক।

বৃহস্পতিবার দেশটির বিভিন্ন প্রান্ত থেকে ১৮টি নতুন করোনা আক্রান্তের খবর মিলেছে, ফলে সংখ্যাটা বেড়ে দাঁড়িয়েছে ১৬৯। এমনটাই জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। এদিনই জার্মানি থেকে ফেরা ৭০ বছর বয়সী পঞ্জাবের এক ব্যক্তির মৃত্যু হয়েছে ভারতে, ফলে ভারতে করোনায় মৃত্যুর সংখ্যা বেড়ে হল চার।

এর আগে, করোনা ভাইরাসের কারণে আগামী রোববার (২২ মার্চ) থেকে ভারতের মাটিতে অবতরণ করতে পারবে না কোনও আন্তর্জাতিক বিমান। করোনা ছড়িয়ে পড়া রুখতে এই পদক্ষেপ ঘোষণা করল ভারতের কেন্দ্রীয় সরকার। জনপ্রতিনিধি, চিকিৎসক এবং সরাকরি কর্মচারি ছাড়া বাকি ৬৫ বছরের ঊর্দ্ধে সমস্ত ব্যক্তিকে বাড়িতে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। ১০ বছরের নিচে শিশুদেরও বাড়িতে থাকতে বলা হয়েছে। পড়ুয়া, রোগী এবং বিশেষভাবে সক্ষম ছাড়া বাকি সমস্ত ছাড় পাওয়া পরিবহন স্থগিত করতে বলা হয়েছে রেল এবং বিমানকে। রাজ্যগুলিকে বাড়ি থেকে কাজের নিদান দিতে বলা হয়েছে।