করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে যুবক, রিপোর্ট আসার আগেই আত্মহত্যা

করোনাভাইরাসের পরীক্ষার রিপোর্ট আসার আগেই দিল্লিতে চিকিৎসাধীন এক যুবকের আত্মহত্যার অভিযোগ উঠেছে। গতকাল বুধবার রাজধানীর সফদরজং হাসপাতালের ৮তলা ভবন থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন তিনি।
ইন্ডিয়া টাইমসের প্রতিবেদনে জানানো হয়েছে, বুধবার রাতেই অস্ট্রেলিয়ার সিডনি থেকে দেশে ফিরেছিলেন তনভীর সিং নামে ৩৫ বছর বয়সী ওই যুবক। নিয়ম অনুসারে, দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাস্থ্য পরীক্ষার সময় মাথা ব্যথার সমস্যার কথা জানান তিনি।
এর পরই রাত ৯টার দিকে ওই যুবককে সফদরজং হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। রাখা হয়েছিল আইসোলেশন ওয়ার্ডে।
তিনি করোনাভাইরাসে আক্রান্ত কিনা, নিশ্চিত হতে পরীক্ষাগারে পাঠানো হয়েছিল রক্তের নমুনা। কয়েকদিন পরে রিপোর্ট আসার কথা ছিল। তার আগেই হাসপাতালের ৮তলা থেকে ঝাঁপ দেন তনভীর। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দিল্লির ডেপুটি-পুলিশ কমিশনার দেবেন্দর আর্য সংবাদমাধ্যমকে একথা নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত, ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলছে। দেশটিতে প্রাণঘাতী এই ভাইরাসে মারা গেছে তিনজন। আর এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৬৯ জনে।