করোনায় বেহাল ইউরোপ, প্রাণহানি ছাড়িয়েছে ২১০০

চীনের পর, করোনা ভাইরাসে এখন বেহালদশা ইউরোপের। কেবল ইতালিতে নতুন করে মারা গেছেন ৩৪৯ জন। পুরো ইউরোপে প্রাণহানি ছাড়িয়েছে ২ হাজার ১শ। বিশ্বব্যাপী মৃতের সংখ্যা সাত হাজার ছাড়িয়েছে।
আক্রান্তের সংখ্যা বেড়ে চলছে, ফ্রান্স, স্পেন, সুইজারল্যান্ড ও বেলজিয়ামে। যুক্তরাজ্যে সব ধরনের গণজমায়েত নিষিদ্ধ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। ইরানে ২৪ ঘণ্টায় মারা গেছে ১২৯ জন। পাকিস্তানে আক্রান্ত প্রায় একশ।
ভারতে ১১৭ জন আক্রান্তের পর ৩১ মার্চ পর্যন্ত দেশটির সব শিক্ষা প্রতিষ্ঠান, জিম, নাইট ক্লাব ও স্প্যা বন্ধ ঘোষণা করা হয়েছে। যুক্তরাষ্ট্রে করোনাভাইরাস পুরো গ্রীষ্ম জুড়ে স্থায়ী হতে পারে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ১০ জনের বেশি মানুষের জমায়েত না হওয়ার নির্দেশনা দিয়েছে হোয়াইট হাউস। করোনা মোকাবিলায় ৩০ বিলিয়ন ডলার তহবিল গঠনের ঘোষণা দিয়েছে ব্রাজিল সরকার।
বিআর