ঢাকা শনিবার, ৪ঠা মে ২০২৪, ২২শে বৈশাখ ১৪৩১


করোনা সন্দেহে পালালেন অ্যাম্বুলেন্স চালকরা


১৬ মার্চ ২০২০ ০১:০৭

করোনাভাইরাস আতঙ্কে হাসপাতাল ছেড়ে পালালেন অ্যাম্বুলেন্স চালকরা। সরকারি অ্যাম্বুলেন্স চালকও রোগী নিয়ে যেতে অস্বীকার করেছে বলে অভিযোগ উঠেছে।

গতকাল শনিবার দুপুরে ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগণা জেলার বনগাঁ হাসপাতালে এ ঘটনা ঘটে বলে ভারতীয় একটি গণমাধ্যমের খবরে জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, শনিবার দুপুর পর্যন্ত বনগাঁ হাসপাতালেই পড়ে ছিলেন দিল্লি থেকে ফেরা জ্বর, সর্দি-কাশি নিয়ে অসুস্থ ৭৪ বছরের এক বৃদ্ধ। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষার পর শেষপর্যন্ত প্রশাসন মাস্ক ও ড্রেসের ব্যবস্থা করে সরকারি অ্যাম্বুল্যান্স দিয়ে বেলেঘাটা আইডি-তে রওনা করিয়ে দেয়।

জানা যায়, দিল্লি থেকে আসা ওই বৃদ্ধকে কলকাতা নিয়ে যেতে প্রথমে রাজি হয়নি হাসপাতালের অ্যাম্বুলেন্স।

স্থানীয় সূত্রের খবর, অসুস্থ ওই বৃদ্ধকে করোনাভাইরাস আক্রান্ত সন্দেহে বনগাঁ মহকুমা হাসপাতালে ভর্তি করা হলেও সেখান থেকে তাকে কলকাতার বেলেঘাটা আইডি হাসপাতালে পাঠানো সম্ভব হচ্ছিল না। রাজি হচ্ছিলেন না কোনো অ্যাম্বুলেন্স চালক। সারা দিনের টানাপোড়েনের পর অবশেষে স্থানীয় তৃণমূল নেতা গোপাল শেঠের সহায়তায় ওই রোগীকে নিয়ে যাওয়া হয় আইডি হাসপাতালে।