ঢাকা মঙ্গলবার, ১৪ই মে ২০২৪, ১লা জ্যৈষ্ঠ ১৪৩১


করোনাভাইরাসে আক্রান্ত নন ট্রাম্প


১৫ মার্চ ২০২০ ১৭:৩০

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত কিনা তা জানতে পরীক্ষা (টেস্ট) করা হয়েছে। তাঁর এই পরীক্ষা নেগেটিভ হয়েছে বলে জানিয়েছেন হোয়াইট হাউজের ফিজিশিয়ান।

শনিবার হোয়াইট হাউজের ফিজিশিয়ান শন কনলি এক বিবৃতিতে বলেন, প্রেসিডেন্টের যে পরীক্ষা হয়েছে, সেখানে নেগেটিভ রেজাল্ট এসেছে।

তিনি বলেছেন, ব্রাজিলের প্রতিনিধির সঙ্গে বৈঠকের এক সপ্তাহ পর তিনি লক্ষণমুক্ত।

সম্প্রতি ব্রাজিলের প্রেসিডেন্টের প্রেসসচিব ফাবিও ওয়ানগারটেনের সঙ্গে বৈঠক করেন ট্রাম্প। পরে জানা যায় ফাবিও ওয়ানগারটেন করোনায় আক্রান্ত। কিন্তু ওই বৈঠকের পরেও ট্রাম্প সেলফ আইসোলেশনে যাননি।

এ নিয়ে আলোচনা শুরু হলে হোয়াইট হাউজ থেকে পরীক্ষা করানোর কথা বলা হয়।

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত ২ হাজার ৭০০ মানুষ কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৫৪ জন।

নতুনসময়/আইকে