ঢাকা বুধবার, ১৫ই মে ২০২৪, ১লা জ্যৈষ্ঠ ১৪৩১


ইতালিতে বিশেষজ্ঞ চিকিৎসক দল পাঠাল চীন


১৫ মার্চ ২০২০ ১৭:১৩

করোনাভাইরাসের সংক্রমণ রোধে ইতালিতে চিকিৎসা বিশেষজ্ঞের একটি দল পাঠিয়েছে ভাইরাসটির উৎসভূমি চীন।

শুক্রবার ৯ সদস্যের ওই প্রতিনিধিদল চিকিৎসা সরঞ্জাম নিয়ে রোমের ফিউমিসিনো বিমানবন্দরে পৌঁছায় বলে সিনহুয়া নিউজ এজেন্সির বরাতে সিএনএন জানিয়েছে।

করোনার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে ইতালিকে 'কৌশলগত পূর্ণ সহায়তা' দেওয়া হবে বলে জানান চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।
এক চিঠিতে তিনি ইতালি ও চীন মহামারি করোনারোধে একসাথে কাজ করবে বলেও মন্তব্য করেন।

চীনের উহান থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসে মৃতের সংখ্যা পাঁচ হাজার ৮৩৯ জন দাঁড়িয়েছে।

বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা এক লাখ ৫৬ হাজার ৭৩০ জন। বিশ্বের ১৫২ টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এই প্রাণঘাতী ভাইরাস।

তবে এখন পর্যন্ত ৭৫ হাজার ৯৩৩ জন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

চীনের বাইরে সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা ইতালি। দেশটিতে এখন পর্যন্ত ২১ হাজার ১৫৭ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। অপরদিকে মারা গেছে ১ হাজার ৪৪১ জন। এর মধ্যে মোট এক হাজার ৯৬৬ জন রোগী সুস্থ হয়েছেন।

নতুনসময়/আইকে