ঢাকা মঙ্গলবার, ১৪ই মে ২০২৪, ১লা জ্যৈষ্ঠ ১৪৩১


পশ্চিমবঙ্গের সব স্কুল-কলেজ বন্ধ


১৪ মার্চ ২০২০ ২১:৩২

করোনাভাইরাসের প্রভাবে ভারতে পশ্চিমবঙ্গ রাজ্যের সব স্কুল ও কলেজ বন্ধের ঘোষণা দিয়েছে রাজ্য সরকার। জিনিউজ জানিয়েছে, শনিবার (১৪ মার্চ) বিজ্ঞপ্তি দিয়ে আগামী সোমবার থেকে পশ্চিমবঙ্গের সব স্কুল ও কলেজ বন্ধের নির্দেশ দিয়েছে রাজ্য সরকার।

নির্দেশিকায় বলা হয়েছে, আগামী ৩১ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে স্কুল কলেজ এবং মাদ্রাসাসহ সব শিক্ষা প্রতিষ্ঠান। তবে এ ক্ষেত্রে সূচি অনুসারে চলবে উচ্চমাধ্যমিক পরীক্ষা।

এর আগেই নির্দেশিকা জারি করে জানানো হয়েছিল, ৩১ মার্চ পর্যন্ত বন্ধ খড়গপুর আইআইটি। এদিন পর্যন্ত ক্লাস অথবা সেমিনার কোনো কিছুই করা হবে না। সেই মতো শনিবার সকাল থেকেই ক্যাম্পাস ছাড়তে শুরু করেছেন ছাত্রছাত্রীরা। পাশাপাশি আজ সকালে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের তরফ থেকেই ওই একই নির্দেশিকা জারি করা হয়েছিল।

 

এআর