ঢাকা বুধবার, ১৫ই মে ২০২৪, ১লা জ্যৈষ্ঠ ১৪৩১


করোনার সর্বকনিষ্ঠ শিকার সদ্যোজাত শিশু


১৪ মার্চ ২০২০ ২১:০১

ব্রিটেনে এক নবজাতকের শরীরে করোনাভাইরাস পরীক্ষায় ‘পজেটিভ’ হয়েছে বলে দাবি করা হচ্ছে। শিশুটিকে করোনাভাইরাসের সর্বকনিষ্ঠ শিকার বলেই ধরে নেয়া হচ্ছে।

ইংল্যান্ডে জন্ম নেয়া এ নবজাতককে লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানা গেছে।

নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছে সন্দেহে নবজাতকের মাকে বেশ কয়েকদিন আগে লন্ডনের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল বলে দ্য সান জানিয়েছে।

শিশুটির মাকে নর্থ মিডলসেক্স হাসপাতালে পরীক্ষা করা হয়েছিল। তবে তার পজেটিভ ফলাফলটি শিশুটি জন্ম দেয়ার পরেই প্রকাশ পায়। প্রকাশিত খবর অনুযায়ী, শিশুটি জন্মের কয়েক মিনিট পরেই পরীক্ষা করা হয়েছিল। মা ও শিশুকে এখন ভিন্ন হাসপাতালে চিকিৎসা করা হচ্ছে।

জন্মের সময় শিশুরা সংক্রামিত হয় কিনা বা মায়ের গর্ভেই আক্রান্ত হতে পারে কিনা সে বিষয়টি জানার চেষ্টা করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

যুক্তরাজ্যের প্রধান বৈজ্ঞানিক উপদেষ্টা স্যার প্যাট্রিক ভ্যালেন্স বলেন, ব্রিটিশ জনসংখ্যার ৬০ শতাংশ লোককে অবশ্যই সফলভাবে করোনাভাইরাসের সাথে লড়াই করার জন্য প্রস্তুত থাকতে হবে। যে ভাইরাস বিশ্বব্যাপী পাঁচ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে।

নতুনসময়/আইকে