ঢাকা মঙ্গলবার, ১৪ই মে ২০২৪, ১লা জ্যৈষ্ঠ ১৪৩১


করোনা : সার্ক দেশগুলোর নেতাদের ভিডিও কনফারেন্স চান মোদি


১৪ মার্চ ২০২০ ০০:০২

করোনাভাইরাসের আতঙ্কে কাঁপছে ভারত। এরই মধ্যে ৭৫ জন আক্রান্ত হয়েছেন এই মারণ ভাইরাসে। মৃত্যু হয়েছে একজনের। এমন অবস্থায় করোনা ভাইরাসের মোকাবেলার জন্য পরিকল্পনা করতে সার্কভুক্ত দেশগুলোর রাষ্ট্রপ্রধানের কাছে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আলোচনা করার প্রস্তাব দিয়েছেন নরেন্দ্র মোদি।

দক্ষিণ এশিয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা হলো সার্ক। এই আঞ্চলিক সংস্থাটি আফগানিস্তান, বাংলাদেশ, ভুটান, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কা নিয়ে গঠিত। এক টুইট পোস্টে মোদি জানিয়েছেন, আমাদের বিশ্ব বর্তমানে করোনাভাইরাসের সঙ্গে লড়াই করছে। এর বিরুদ্ধে লড়াই করার জন্য সরকার, বিভিন্ন সংগঠন ও সাধারণ মানুষ তাদের সামর্থ্য মতো চেষ্টা করছে। দক্ষিণ এশিয়া, যেখানে বিশ্বের প্রচুর মানুষের বসবাস সেখানে আমাদের নাগরিকদের সুস্থতার সঙ্গে কোনও আপস করা যাবে না।

টুইট বার্তায় তিনি বলেন, আমি বলতে চাই ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে সার্কভুক্ত দেশগুলোর নেতারা করোনা মোকাবেলায় একটি শক্তিশালী কৌশল তৈরি করতে পারে। আমাদের নাগরিকদের সুস্থ রাখতে আমরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে আলোচনা করতে পারি।

এভাবেই সদস্য দেশগুলোর নাগরিকদের সুরক্ষিত রাখা যাবে বলেই দাবি করেন তিনি। টুইট বার্তায় বলেন, এভাবে করোনা ভাইরাসের প্রকোপ থেকে সবাইকে রক্ষা করে গোটা পৃথিবীর সামনে একটি উদাহরণ তৈরি করব আমরা। সুস্থ বিশ্ব তৈরির জন্য এটা উল্লেখযোগ্য একটা পদক্ষেপ হবে।

নতুনসময়/আইকে