ঢাকা মঙ্গলবার, ১৪ই মে ২০২৪, ১লা জ্যৈষ্ঠ ১৪৩১


করোনা: সব কিছু করবেন ইউরোপীয়ান নেতারা


১১ মার্চ ২০২০ ১৭:২৪

ইতালিতে একদিনে সর্বোচ্চসংখ্যক মানুষ মারা যাওয়ার পর করোনা ভাইরাস সংক্রমণ মোকাবিলায় যা কিছু করার প্রতিশ্রুতি দিয়েছেন ইউরোপিয়ান ইউনিয়নের নেতারা। এ বিষয়ে তারা একমত হয়েছেন। করোনা ভাইরাস ইস্যুতে নেতারা খুব ধীরগতিতে ব্যবস্থা নিচ্ছেন বলে অভিযোগ ওঠার পর ইউরোপীয় ইউনিয়নের ২৭ দেশের নেতারা এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে মিলিত হন। সেখানেই ওই ঐকমত্য হয়। ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন সম্মেলনের পরে এক সংবাদ সম্মেলনে বলেছেন, এই ঝড়ো অবস্থা থেকে ইউরোপীয়ান অর্থনীতিকে রক্ষা করতে আমরা সব রকম ব্যবস্থাই নেবো। উল্লেখ্য, ইতালিতে মঙ্গলবার নতুন করে ১৬৮ জন মারা গেছেন। এটাই এ যাবত করোনা ভাইরাসে সেখানে একদিনে সবচেয়ে বেশি মৃত্যু।

অন্যদিকে করোনা ভাইরাস মহামারির মতো ছড়িয়ে পড়ার প্রায় তিন মাস পরে মঙ্গলবার চীনের হুবেই প্রদেশের উহান সফর করেছেন চীনের প্রেসিডেন্ট সি জিনপিং।

করোনা সংক্রমণের পর এটাই তার সেখানে প্রথম সফর। এখনো ওই শহর এবং হুবেই প্রদেশের আশপাশে সিল করে রাখা হয়েছে। সেখানে করোনা সংক্রমণ কমে এসেছে। এ অবস্থায় সি জিনপিং-এর এই সফরকে রাজনৈতিক শো বলে এর সমালোচনা করেছেন স্থানীয় অধিবাসীরা।

অন্যদিকে নিউ ইয়র্কের নিউ রোচেলেতে সেনাবাহিনী পাঠানো হয়েছে। যুক্তরাষ্ট্রে এখন আক্রান্তের সংখ্যা প্রায় ১০০০। মারা গেছেন ২৯ জন। বৃটেনের স্বাস্থ্য প্রতিমন্ত্রী নাদিনে ডোরিস করোনায় আক্রান্ত হয়েছেন। বিশ্বজুড়ে এ ভাইরাসে মৃত্যুর সংখ্যা ৪০০০ ছাড়িয়ে গেছে। আক্রান্ত হয়েছেন কমপক্ষে এক লাখ ১৩ হাজার মানুষ।