ঢাকা বুধবার, ১৪ই মে ২০২৫, ১লা জ্যৈষ্ঠ ১৪৩২


১০ রুটে ফ্লাইট কমানোর সিদ্ধান্ত


১০ মার্চ ২০২০ ০০:০৪

করোনার কারণে যাত্রী সংকট ও বিমান চলাচলে নিষেধাজ্ঞায় ১০ রুটে ফ্লাইট কমানোর সিদ্ধান্ত নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ৬১টির পরিবর্তে এখন থেকে ৩১ টি ফ্লাইট পরিচালনা করবে বিমান।

এর আগে কাতার সরকারের নিষেধাজ্ঞার কারণে সোমবার (০৯ মার্চ) থেকে কাতারের দোহাগামী ফ্লাইট পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত বাতিল করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

বালাদেশসহ ১৪ দেশের নাগরিকদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে কাতার। প্রাণঘাতী করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কায় সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছে দোহা।

বাংলাদেশ ছাড়া নিষেধাজ্ঞার আওতায় থাকা অন্য দেশগুলো হচ্ছে-চীন, মিসর, ভারত, পাকিস্তান, ইরান, ইরাক, লেবানন, নেপাল, ফিলিপাইন, দক্ষিণ কোরিয়া, শ্রীলঙ্কা, সিরিয়া ও থাইল্যান্ড।

নতুনসময়/আনু