ঢাকা রবিবার, ১৪ই সেপ্টেম্বর ২০২৫, ৩১শে ভাদ্র ১৪৩২


১০০ টাকার মাস্ক ৫০০ টাকায় বিক্রি!


৭ মার্চ ২০২০ ২২:৪৭

বিশ্বজুড়ে আতঙ্কের নয়া নাম করোনা ভাইরাস। এই ভাইরাসের জেরে চীনের পাশাপাশি বিশ্বজুড়ে মৃতের সংখ্যা বেড়েই চলেছে। ভারতেও ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। তবে এখনও পর্যন্ত দেশটিতে মৃত্যুর কোনও ঘটনা ঘটেনি। পশ্চিমবঙ্গ রাজ্যে এখনও পর্যন্ত কারো শরীরে করোনাভাইরাস মেলেনি বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার (৬ মার্চ) বিকালে সাংবাদিক বৈঠকে এ কথা জানিয়ে জানিয়েছেন তিনি।

কিন্তু একইসঙ্গে তিনি ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। কারণ করোনা ভাইরাসের হাত থেকে বাঁচার জন্য যে এন৯৫ মাস্ক ব্যবহার করা হয়, রাতারাতি তার দর বেড়ে হয়েছে পাঁচগুণ। ১০০টাকার মাস্ক কলকাতার একাধিক ওষুধের দোকানে বিক্রি হচ্ছে প্রায় ৫০০টাকায়। কিন্তু এই কালোবাজারি মানতে নারাজ স্বয়ং মুখ্যমন্ত্রী। এর জেরেই শুক্রবার সন্ধ্যা থেকেই একের পর এক ওষুধের দোকান ও গুদামে ঘটল ইবি বা রাজ্য ও কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চের কর্মকর্তাদের অভিযান।