ব্রাজিলে ভূমিধসে নিহত ৩২

ব্রাজিলের সাও পাওলোতে ভারী বর্ষণের ফলে সৃষ্ট ভূমিধসে ৩২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় এখনও নিখোঁজ রয়েছেন অন্তত ৪৯ জন।
সাও পাওলো অঙ্গরাজ্যের সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, ভূমিধসের ঘটনায় প্রদেশটির গুয়ারুজায় নিখোঁজ হওয়া ২৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
এছাড়া প্রাকৃতিক এই দুর্যোগে বাস্তুচ্যুত হয়েছেন অন্তত ৫ হাজার মানুষ। বর্তমানে তারা অস্থায়ী ঘর বানিয়ে আশপাশের এলাকায় জীবন-যাপন করছেন। নিখোঁজ ব্যক্তিদের সন্ধান পেতে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে ভূমিধসের ঘটনায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের জন্য জরুরি মানবিক সেবা হিসেবে ২১ টন খাদ্যপণ্য, পানি, কম্বল ও তাবু পাঠানো হয়েছে বলে জানিয়েছেন রিও ডি জেনেরিওর গভর্নর উইলসন উইটজেল।
এর আগে গত মাসে সাও পাওলোতে ৭৭ বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয় বলে জানিয়েছে ব্রাজিলের আবহাওয়া অধিদফতর। টানা ৭২ ঘণ্টার বৃষ্টিতে সাও পাওলোর উপকূলীয় সান্তিস্তা অঞ্চলের গুয়ারুজা ও সান্তোসসহ আরও অনেকগুলো শহর মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।