মাইক্রোওয়েভে নোট জীবাণুমুক্ত করতে গিয়ে পুড়ল ৩ হাজার ইউয়ানের নোট

চীনে অনিয়ন্ত্রিতভাবে এখনও করোনাভাইরাসের বিস্তার চলছে। এ ভাইরাসের আক্রমণ থেকে রক্ষা পেতে অনেকেই বিভিন্ন ভাবে সতর্কতা অবলম্বন করার চেষ্টা করছেন। বিশেষ করে যেসব জিনিস থেকে ভাইরাসটি ছড়াতে পরে তা থেকে দূরে থাকতে নানা ধরনের চেষ্টা চলছে।
সম্প্রতি চীনের এক নারী করোনার সংক্রমণ এড়াতে এমন এক কাণ্ড করেছেন যা অনেককে বিস্মিত করেছে। নোটের মাধ্যমে যাতে করোনা ছড়াতে না পারে এ কারণে তা জীবাণুমুক্ত করতে গিয়ে পুড়িয়ে ফেলেছেন ৩ হাজারেরর বেশি ইউয়ানের নোট।
চীনের গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী জানা গেছে, দেশটির জিয়াংশু প্রদেশের জিয়ংসিন প্রদেশে বসবাসরত আন্ট লি নামের এক নারী সম্প্রতি চীনের সিআইটিআইসি ব্যাংকের শাখা থেকে ৩ হাজার ইউয়ানের নোটগুলি তোলেন। তারপর নোটের মাধ্যমেও করোনা ছড়াতে পারে-এমন আশঙ্কায় নোটগুলো জীবাণুমুক্ত করতে মাইক্রোওভেনে দেন। কিন্তু এক মিনিটের মধ্যে নোটগুলো পুড়ে কালো হয়ে যায়।
পরে তিনি নিজের ভুল বুঝতে পেরে নোটগুলো নিয়ে আবারও ব্যাংকে ছোটেন। কিন্তু ব্যাংক অবশ্য ক্ষতিগ্রস্ত হওয়া সব নোট ফেরত নেয়নি। তবে পুড়ে যাওয়া নোটের পরিবর্তে কিছু টাকা ওই নারীকে ফেরত দেন।